নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল : বরিশাল থেকে সব রুটের লঞ্চ ও বাস চলাচল বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে। বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা কর্মী (আনসার) কর্তৃক গুলিবর্ষণে মহানগর আওয়ামী লীগ নেতাকর্মী আহত এবং আটকের ঘটনার জেরে বাস-লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আকস্মিক যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বরিশাল মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও রূপাতলিস্থ বাস টার্মিনালস্থ শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বরিশাল নদী বন্দরে থাকা লঞ্চের দায়িত্বরতরা জানান, লঞ্চ যাতায়াত না করার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে। তাই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। কে বা কারা নিষেধ করেছে সে বিষয়ে কেউ কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি।
বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে সংঘর্ষের ঘটনায় সরকার দলীয় ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার।
সময় জার্নাল/আরইউ