ইসাহাক আলী, নাটোর: সারাদেশের মতো সরকারি নির্দেশে নাটোরেও খুলে দেয়া হয়েছে পর্যটন স্পটগুলো। এ সময় স্থান দর্শনের সময় ভ্রমন পিপাশুদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। তবে দীর্ঘদিন পর প্রথম দিনেই দর্শনার্থীদের ভীড় লক্ষ করা গেছে দর্শনীয় এসব স্থানে।
সকালে নাটোরের উত্তরা গণভবনে টিকিট বিক্রির মধ্য দিয়ে এই স্পটটি করোনার বিরতির পর খুলে দেয়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আহমেদ। এ সময়
তিনি এক দর্শনার্থীদের হাতে টিকিট তুলে দেন। এছাড়া এখানে হ্যান্ড সিনিটাইজার ও হাত ধুয়ানোরও ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এছাড়া রয়েছে মাস্ক সরবরাহেরও ব্যবস্থা।
এদিকে একই নিয়মে নাটোর রাজবাদি, লালপুরের গ্রীণভ্যালিপার্ক, হালতি ও চলনবিলের স্পটগুলোও উন্মুক্ত করা হয়েছে। তবে খোলা পর্যটনস্পটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্টের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক শামিম আহমেদ।
সময় জার্নাল/এমআই