নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় আজমান ক্রাউন প্লেইস হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ এইর সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিনের সভাপত্বিতে সাধারণ সম্পাদক জাফর চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনসুলেট এর নবনিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য
ইস্কান্দার মির্জা শামীম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মনছুর সবুর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সবুজ হাছান, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন সুমন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আবু নাছের চৌধুরী, ইউএই কমিটির সহ- সভাপতি সাফায়ত সিকদার, সহ-সভাপতি কাজী গুলশান আরা, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক নিশাত জাহান চৌধুরী নিশু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএই কমিটির সহ-সভাপতি এমরানুল হক বাবুল, ইউএই কমিটির সহ-সভাপতি এনামুল হক এনাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস আল খাইমা সভাপতি জসিম মল্লিক, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম, সারজার সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক জাকির, দুবাই শাখার সাধারণ সম্পাদক মমিনুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক নাছির চৌধুরী, আজমান শাখার সাধারণ সম্পাদক মাসুদ, বঙ্গবন্ধু পরিষদ রাস আল খাইমা সাধারণ সম্পাদক ইব্রাহিম, আকতারুজামান চৌধুরী বাবু পরিষদের সাধারণ সম্পাদক ছালাউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ ফুজিরা শাখার সভাপতি তপন সরকার, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাছান, রাসআল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন মল্লিক প্রমুখ।
এমআই