এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের বিচার করার দাবি জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সমাবেশ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।
ফরিদপুর শহরের লাবলু সড়কে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, এফবিসিসিআইএর সাবেক সভাপতি একে আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমূখ।
বিশাল এ সমাবেশে ফরিদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
সময় জার্নাল/এমআই