মারুফা মালিহা :
অপরিচিতা একজনকে বিশেষ প্রয়োজনে ফোন করলাম। রিসিভ করার পর উনার কথা শুনে বেশ অসুস্থ মনে হলো। কথা বলার ত্রিশ সেকেন্ড পর কাঁদতে আরম্ভ করলেন। বললেন আপু বেঁচে থাকলে অবশ্যই আমি পরীক্ষায় অংশগ্রহন করব। আমি কোভিড পজিটিভ। লাইফ সাপোর্টে ছিলাম। এখন আগের চেয়ে একটু ভালো আছি। ডক্টর বলেছিল আশা নেই। তবুও বেঁচে আছি। আশ্চর্য লাগছে। জীবন টা যেতে যেতে থেকে গেল!
এতো মায়া লাগছে জীবনটার ওপর। আমার জন্য দোয়া করবেন। (পরের কথাগুলো লিখছি না।)
আমি সচরাচর অপরিচিত কাউকে ফোন করলে এক মিনিটেই কথা শেষ করি। কিন্ত উনার সাথে কথা বলার জন্য স্পেস খুঁজছিলাম। ধুকে ধুকে নিঃশ্বাস নিচ্ছিলেন।
ফোন রাখার সময় বললেন, আপু আমায় মাঝে মাঝে ফোন করবেন। আমার সাথে কেউ আর আগের মতো কথা বলে না। খুব একা লাগে।
কথাগুলো কেমন যেন লাগল। পৃথিবী টা বড়ই অদ্ভুত। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন ভাবে না।
মরিমারি থেমে যাও, পৃথিবী কে মুক্তি দাও।
শিক্ষার্থী, রাজশাহী কলেজ।