ইসাহাক আলী, নাটোর: এক মেম্বার কর্তৃক ভ্যান চালককে বেঁধে নির্যাতের সপ্তাহ পার না হতেই সেই সিংড়া উপজেলার আরেক মেম্বার গাছে বেঁধে পেটালেন দুই কৃষককে। নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ইউপি সদস্য মকলেছ আলী শালমারা গ্রামে পাশের গ্রামের দুই বৃদ্ধ কৃষক বেধরক মারপিট করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ইউপি মেম্বার মকলেছ এর আমন ধানের জমিতে প্রবেশ করে। পরে ইউপি সদস্য ও তাঁর লোকজন ১১ টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ওই দুইজন কৃষক উপস্থিত হলে ইউপি মেম্বার কৃষক বেলায়েত (৬০)কে গাছের সাথে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদত (৭০) কে লাঠি দিয়ে বেধরক পেটায়। পরে বিষয়টি জানাজানি হলে দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয়।
অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, তাদের গরু আমার জমি নষ্ট করায় তাদেরকে ধরা হয়েছিল। ২/১ টি লাঠি দিয়ে মারার কথা স্বীকার করেন তিনি।
এ বিষয়ে বাঁশবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কুরবান আলী জানান, ঘটনাটি জানার পর আমি মকলেছ মেম্বারকে ফোন করে অনুরোধ, বিনিরোধ করি। তারপর তাদের ছেড়ে দেয়।
এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এর আগে গত সোমবার রাত ৮টার দিকে একই উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ফজর আলীকে মিজু আহমেদ (৩৫) নামের এক ভ্যানচালককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এ ঘটনায় এ বিষয়ে মিজু আহমেদ এর মা মর্জিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে সিংড়া থানায় মামলা করলে ওই ইউপি মেম্বারকে আটক করে পুলিশ।
সময় জার্নাল/এমআই