নিজস্ব প্রতিবেদক: ১ সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হতে যাচ্ছে সাত কলেজের স্থগিত পরীক্ষা। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বর্ষ গুলোর পরীক্ষাও শুরু হবে। ঢাবির নির্দেশনা অনুযায়ী করোনাকালে সাত কলেজের পরিক্ষাগুলো হবে দুই ঘন্টায়। মানবন্টন সিলেবাস প্রশ্নের ধরণ সবই আগের মতো হবে। অর্থাৎ করোনায় দুই ঘন্টার মধ্যে যেসব পরীক্ষা হচ্ছে বা হয়েছে তা ফলো করলেই হবে বলে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাত কলেজে সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিমুল্লাহ খোন্দকার।
২৩(আগস্ট) দুপুরে তিনি প্রশ্নের মানবন্টনের বিষয়টি নিশ্চিত করেন।
পরীক্ষার মানব বন্টনঃ
পূর্ণমান-৮০ গ্রুপ-ক (৫×২=১০)
ছোট গ্রুপ-খ (১০×২=২০)
মাঝারি গ্রুপ-গ (২৫×২=৫০)
আই কে সেলিমুল্লাহ খোন্দকার আরও বলেন, গতকাল সাত কলেজের নিবন্ধকৃত প্রায় লাখখানেক শিক্ষার্থীর ডাটা স্বাস্থ্য অধিদপ্তরের মীরজাদি সেব্রিরা ফ্লোরার হাতে তুলে দেওয়া হয়েছে। এবং যথাসময়ে পরীক্ষা হবে, তবে বেশিরভাগ শিক্ষার্থী না চাইলে সিদ্ধান্ত পরিবর্তন হবে।
সময় জার্নাল/এমআই