আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক উইলিয়াম বার্নস তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে সোমবার এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।
ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সৈন্য ও মার্কিন নাগরিক এবং আফগান মিত্রদের সরিয়ে আনার জন্য যে সময় সীমা বেধে দিয়েছে তালেবান তা আরো বাড়ানো যায় কিনা সে সম্পর্কে আলোচনার জন্যই এই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তবে সিআইএ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আফগানিস্তান থেকে নিজেদের লোকদের সরিয়ে আনার সময়সীমা বাড়ানো যায় কিনা তা নিয়ে আলোচনার জন্য জি-সেভেনের সম্মেলনের আগেই এই গোপন বৈঠক অনুষ্ঠিত হল।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো বলছে ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে তাদের সব লোককে সরিয়ে আনা সম্ভব হবে না। অন্যদিকে তালেবানরা হুঁশিয়ারি দিয়েছে, আগস্টের মধ্যেই সব পশ্চিমা নাগরিককে আফগানিস্তান থেকে চলে যেতে হবে।
সময় জার্নাল/এসএ