ফরিদপুর প্রতিনিধি : ধর্মীয় উৎসাহ ও উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শিবরাত্রি বৃহস্পতিবার (১১ই মার্চ) পালন করা হয়।
এ উপলক্ষে গোয়ালচামট এর নন্দালয় এ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।কর্মসূচির মধ্যে ছিল গীতিনাট্য মহালায়া। ধর্মীয় আলোচনা সভা ও পূজা অর্চনা।
গীতিনাট্য নন্দালয় বাড়ির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য সমাজসেবক বিশ্বজিৎ সাহা তনু। পরিবারের অপর সদস্য ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা সহ প্রমূখ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠান গুলো উপভোগ করে।
এছাড়া শহরের বিভিন্ন মন্দিরে বিকেল থেকেই ভক্তবৃন্দের বাবা মহাদেবের মাথায় জল দিতে ব্যস্ত থাকতে দেখা যায়। এ সময় শহরের প্রায় সবকয়টি শিব মন্দিরে তাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
এসব মন্দিরে পূজা অর্চনা, সহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। শুক্রবার ( ১২ ই মার্চ) বেলা ৩ টা পর্যন্ত এই অনুষ্ঠান করা যাবে বলে বিভিন্ন মন্দিরের কর্মকর্তারা জানান।
সময় জার্নাল/