সময় জার্নাল ডেস্ক : রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৃহস্পতিবার রাত ৯টা ৩৮ মিনিটে বক্সকালভার্ট বস্তিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিভেন জানান, রাত ৯টা ৩৮ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ক্ষয়ক্ষতি কিংবা কোনো হতাহতের খবর এখনো জানা যায়নি ।
সময় জার্নাল/এমআই