মুরাদ ইমাম কবির। হিলি প্রতিনিধি : প্রায় চার মাস পর মঙ্গলবার দুপুর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। গেলো দুই দিনে তিনটি ট্রাকে মোট ১১৩ মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হয়েছে বলে বন্দর সুত্রে জানাগেছে। দেশের বাজারে চালের দাম উর্ধমূখী ঠেকাতে সরকার চালের আমদানি শুল্ক ৬২ শতাংশ থেকে ২৫ শতাংশে কমিয়ে আনার পর ভারত থেকে আরারো চাল আমদানি শুরু হলো।
মেসার্স ঋত্বিক এন্টার প্রাইজ নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান তিনটি ট্রাকে এসব টন চাল আমদানি করে। প্রতি মেট্রিক টন চাল ৪৫০ মার্কিন ডলারে ভারত থেকে আমদানি করা হয়েছে হয়েছে বলে জানাগেছে। যার আমদানি মূল্য দাঁড়িয়েছে প্রতি কেজি ৩৮ টাকা।
আমদানি করা এসব চাল কাস্টমস থেকে ছাড় করণের পর তা বাজারজাত করা হবে বলে আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত হিলি স্থলবন্দরে প্রায় ৬০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি মিলেছে খাদ্য মন্ত্রনালয় থেকে। আরো বেশ কয়েকটি আবেদন খাদ্য মন্ত্রনালয়ে প্রকৃয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আমদানি কারকরা।
এসব চাল বাজার জাত করা হলে খোলা বাজারে চালের দাম কমে আসবে বলেও মনে করেন তারা।
সময় জার্নাল/আরইউ