সিলভিয়া আক্তার, জাবি প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী ক্লাস। শহীদ মিনারের পাদদেশে ক্লাস নিয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।
আজ (২৬ আগস্ট) বেলা বারটায় প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ক্লাস অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে ক্লাসের শেষ অংশ নতুন কলা ভবনের সামনে অনুষ্ঠিত হয়। ক্লাসে দর্শন বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অধ্যাপক রায়হান রাইন 'উত্তর আধুনিকতা ও ফ্যাসিবাদ' বিষয়ে ক্লাস নেন। ক্লাসের আলোচনায় তিনি বলেন, ফ্যাসিজমের একটা উপায় হলো সত্যকে আড়াল করা। ক্ষমতাই হলো সেখানে প্রধান বিবেচ্য বিষয়। সেখানে যৌক্তিকতার কোন স্থান থাকে না।
ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌটুসি রহমান বলেন "আমরা স্ব-শরীরে ক্লাসরুমে ফিরতে চাই। করোনার দীর্ঘ বন্ধে শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে ক্লাস করতে আমাদের কোন সমস্যা নেই"।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শোয়াইব ক্লাস সম্পর্কে বলেন "দীর্ঘদিন পর স্ব-শরীরে ক্লাস করতে পেরে ভালো লাগছে। আমি চাই অতি দ্রুত সকল শিক্ষার্থীকে ভ্যাক্সিনেশনের আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক"।
উল্লেখ্য, এর আগে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ক্লাস অনুষ্ঠিত হয়।
সময় জার্নাল/এমআই