আন্তর্জাতিক ডেস্ক।সময় জার্নাল : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এতে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৬৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ লাখ ৬ হাজার।
রবিবার সকালে ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৫ জন। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৬ হাজার ৮০০ জনে।
এছাড়া, এ সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৬৭ লাখ ১০ হাজার ৫৪২ জনে।
সময় জার্নাল/আরইউ