আন্তর্জাতিক ডেস্ক। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ভয়াবহ এক হামলার রেশ কাটতে না কাটতেই সেখানে আবারও বড় ধরনের হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় রোববার এই হামলা হতে পারে আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বিমানবন্দর এড়িয়ে চলতে বলা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট নাগরিকদের সর্তক করে দিয়ে বলেছে, ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য’ হামলার হুমকির রয়েছে। ওই এলাকা এড়িয়ে চলতে হবে।
গত বৃহস্পতিবার কাবুলের বিমানবন্দর এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার আগেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অষ্ট্রেলিয়া কাবুলের হামলার আশঙ্কা করেছিল।
সময় জার্নাল/আরইউ