সময় জার্নাল প্রতিবেদক :
স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স এর পরিচালক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. কাজী দীন মোহাম্মদ।
তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে ৮ কোটি মানুষের জন্য মেডিকেল কলেজ আছে ২৩টা। বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য ১১৩টা। কিন্তু সব মেডিকেলে পড়ার মান সমান না। আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটির দারুণ অভাব। আমাদের আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট সরকারই পরিচালনা করে।
দেশসেরা নিউরোলজিস্ট বলেন, সরকারের ধারণা হচ্ছে- ডাক্তার মানেই ফিজিশিয়ান, তারা শিক্ষক কিংবা গবেষক না। ডাক্তারকে কখনো জিজ্ঞাসা করা হয় না, তার কয়টা পাবলিকেশন আছে।
মন্ত্রণালয় থেকে আমাদের জিজ্ঞেস করা হয় না আপনি কয়টা লেকচার নিয়েছেন, কয়টা অপারেশন করেছেন, কয়টা রিসার্চ করেছেন।
আমাকে জিজ্ঞাসা করা হয়, কেন রোগী ভর্তি হচ্ছে না, কেন রোগীর সাথে দুর্ব্যবহার করা হলো, কেন রোগীদের লাইন বড় হচ্ছে, কেন অপারেশন করতে দেরি হচ্ছে।
সময় জর্নাল/ইএইচ