শিশির ভেজা দিব্যিগুলি
-------------------------------
তোমার সাথে কথা ছিল যাওয়ার
বাঁশবাগানের ধারে।
তোমার সাথে কথা ছিল নাওয়ার
শংখনদীর পাড়ে।।
তোমার সাথে কথা ছিল পাওয়ার
জোছনামাখা রাতে।
তোমার সাথে কথা ছিল বাওয়ার
পানসি নায়ের সাথে।।
তোমার সাথে চুক্তি ছিল গাওয়ার
সারি গানের সুরে।
তোমার সাথে চুক্তি ছিল যাওয়ার
দুপুর কিংবা ভোরে।।
তোমার সাথে দিব্যি ছিল হওয়ার
বাউলা গানের পালা।
তোমার সাথে দিব্যি ছিল পাওয়ার
শিউলি ফুলের মালা।।
তোমার সাথে শপথ ছিল দেয়ার
শিশির ভেজা মায়া।
তোমার সাথে শপথ ছিল নেয়ার
হাজার ফুলের ছায়া।।
তোমার সাথে কথা ছিলো হওয়ার
দূর আকাশের পাখি,
তোমার সাথে দিব্যি ছিলো বাঁধার
এই জনমের রাখী।।
---------------------------
টীকাঃ শেষ চার পংক্তি কবি ফাহিম থেকে নেয়া।