নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান সকল শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে জিজ্ঞাসিত সকল তথ্য প্রদান করতে হবে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিজ ব্যবস্থাপনায় ও সিদ্ধান্তে খুলে দেয়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বর্তমান শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশনা প্রদান করেছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে
লিঙ্কে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে জিজ্ঞাসিত তথ্যসমূহ প্রদান করতে হবে। এছাড়াও বলা হয়, যে সকল শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও এখনও কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণের জন্য বলা হল।
সময় জার্নাল/এমআই