মানবিকতা-অমানবিকতা
--- আশরাফুল ইসলাম
======================
ছুরিতে সুগন্ধি লাগিয়ে
গোলাপ বানানো যায় না
গোলাপ ফুটতে লাগে ফুলের বাগান।
গোবরে পদ্মফুল ফোটে না
পদ্মের জন্য লাগে মনোরম সরোবর।
আমাদের চারপাশের এই যে নিষ্ঠুরতা
জাতি হিসেবে যেন মুখ ঢাকে লজ্জায়।
চিৎকার করে আমি কাঁদতে পারি না
বুক ফেটে যায় কান্নায়
দুঃখ আবেগ ভেসে গেছে সব
নিষ্ঠুর আর অমানবিকতার বন্যায়।
দোহার থেকে বসুরহাট....
সর্বত্রই দেখি আজ নির্মমতার খেলা
তোমাদের কূটিল জটিল রাজনীতি অর্থনীতির শিকার
কাজল মোসতাক কিশোর মোজাক্কিরেরা।
মাদ্রাসায় শিক্ষক দেখি শিশুকে বেধড়ক পেটায়
বাস থেকে প্রতিবন্ধী নারীকে ফেলে দেয়া হয় ধাক্কায়
এ কোন সভ্যতার ধারক আমরা,
আর মানুষ হিসেবে এ লজ্জাইবা কার?
বাড্ডা, ঢাকাঃ ১১ মার্চ
সময় জার্নাল/ইএইচ