বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১
মো. মাইদুল ইসলাম: স্থগিত পরীক্ষা শুরুর মাধ্যেমে আজ (১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্বশরীরে পরীক্ষা। এছাড়াও বেশ কয়েকটি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে সাত কলেজের। রুটিন প্রকাশ ছাড়াও অনার্স ১ম বর্ষের (২০১৯-২০ সেশন) ২ অক্টোবর ও অনার্স ৩য় বর্ষের (১৭-১৮ সেশন) ৪ অক্টোবর পরীক্ষার সম্ভব্য তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এমতবস্থায় পরীক্ষার দাবি জানিয়েছে ২য় বর্ষের (১৮-১৯ সেশন) শিক্ষার্থীরাও।
২য় বর্ষের (১৮-১৯ সেশন) পরীক্ষার ব্যাপারে ১ সেপ্টেম্বর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেছেন, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাইলে আমরা নিবো। যদি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায় তাহলে নিজ কলেজের অধ্যক্ষকের মাধ্যমে আবেদন করতে হবে। নিজ নিজ কলেজের অধ্যক্ষরা যদি তাদের পরীক্ষা নিতে বলে বিবেচনা করা হবে। তবে এক সাথে এত গুলো সেশনের পরীক্ষা নেয়া সম্ভব নয়। ধীরে ধীরে নিতে হবে।
তিনি আরও বলেন, আশা করছি অক্টোবরের ১৫ তারিখের মধ্যে অনার্স ২য় বর্ষ (২০১৮-১৯) এর পরীক্ষা শুরু হয়ে যাবে।
সময় জার্নাল/এমআই