ওয়াজেদুল হক, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফারুক হোসেন সভাপতি এবং ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। মোট ১৩টি পদের জন্য ২০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সহ-সভাপতি পদে ২ জন এবং যুগ্ম সম্পাদক পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মোট ৩৯ জন ভোটারের মধ্যে ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২জন ভোটার জেলার বাইরে থাকায় ভোট দানে অংশ নিতে পারেননি।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে দৈনিক সমকাল ও একুশে টিভির প্রতিনিধি ফারুক হোসেন ২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি গাজী টিভি ও ডেইলী অবজারভারের প্রতিনিধি রফিক উল আলম পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সভাপতি এসএটিভি’র প্রতিনিধি ফজলুল হক মন্টু ২০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপর প্রার্থী এনটিভি’র প্রতিনিধি রেজআন উল বাসার তাপস পেয়েছেন ১৬ ভোট।
এছাড়াও নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মাছরাঙা টিভি’র প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, কোষাধ্যক্ষ পদে দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার প্রতিনিধি জিএফ মামুন লাকি, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ খবরের প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, কার্যনির্বাহী সদস্য পদে চ্যানেল টোয়েন্টি ফোর এর প্রতিনিধি রাশেদুজ্জামান, এশিয়ান টিভির প্রতিনিধি জাহিদ হোসেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর প্রতিনিধি রোজিনা আক্তার এবং দৈনিক সময়ের সমীকরনের প্রতিনিধি মেহের আমজাদ নির্বাচিত হন।
এদিকে সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফারুক মল্লিক, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মহাসিন আলী, যুগ্ম সম্পাদক পদে আরটিভি’র প্রতিনিধি মাজেদুল হক মানিক এবং যমুনা টিভি’র প্রতিনিধি রামিজ আহসান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন।
সময় জার্নাল/এমআই