সময় জার্নাল ডেস্ক :
প্রণোদনা বন্ধ করে করে হলেও অতি দ্রুত দেশের বিমানবন্দরগুলোতে র্যাপিড টেষ্ট ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবীণ রেমিটেন্স যোদ্ধা নূর মোহাম্মদ।
তাঁরমতে, দেশের বিমান বন্দরগুলোতে করোনা টেষ্ট ল্যাব না থাকায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার প্রবাসী রেমিটেন্সযোদ্ধা। তাদের অনেকেই ভিসা ও হারাতে বসেছেন।
প্রবীণ রেমিটেন্স যোদ্ধা নূর মোহাম্মদ বলেছেন, দীর্ঘদিন ধরে আমিরাত প্রবাসীরা দেশে আটকে পড়েছেন। ভিজিট ভিসা চালু হলেও বিমান বন্দরে দ্রুত করোনা টেস্ট ল্যাব না থাকায় এইসব প্রবাসীরা পুনরায় তাদের কাজে ফিরতে পারছেন না।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে তিনি আরও জানান, বর্তমানে তাদের অনেকের ভিসা শেষ হয়ে গেছে। অনেকে চাকুরী থেকে বাদ পড়ে যাচ্ছে।
নূর মোহাম্মদ বলেন, অনেক চেষ্টা করে প্রবাসীদের জন্য ২% প্রনোদনা সরকার থেকে পাশ করানো সম্ভব হয়েছিল। ফলে হুন্ডি’র ব্যবহার অনেক কমে গিয়ে দেশের রেমিটেন্স অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের রিজার্ভ ৪৮.৪ বিলিয়ন ডলার। একটা সময় হ্যানরি কিসিঞ্জার মন্তব্য করেছিলেন Bottomless basket । তার এই মন্তব্যকে মিথ্যা প্রমানিত হয়ে। দেশের চলমান রেমিটেন্সের স্রোতের ধারাবাহিকতায় চলিত মাসেই দেশের রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হবে বলে আশা করছে প্রবাসীরা। আইএমএফ,ওয়ার্ল্ড ব্যাংক বর্তমানে স্বীকার করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ এখন Basket with botom of Diamond। অবশ্যই সরকারী হিসাবে এই কৃতিত্ব সিংহভাগ প্রবাসীদের।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ফান্ড এর জন্য চিন্তিত। মন্ত্রনালয়ে সভা হচ্ছে। প্রবাসীরা তাতে কৃতজ্ঞতাও প্রকাশ করছে।এসব করে ফান্ড জোগাড় করতে গেলে এক মাস/ দুই মাসেও বিমান বন্দরে করোনা টেষ্ট প্রতিষ্ঠা করা যাবে না বলে দাবি করেন প্রবীণ রেমিটেন্স যোদ্ধা নূর মোহাম্মদ।
সময় জার্নাল/ইএইচ