আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রভাবে ভারতের রাজধানী দিল্লিতে কয়েকমাস আগে অবস্থা ভয়াবহ ছিল। মর্গে লাশ রাখার জায়গা ছিল না, হাসপাতালে বেড না পেয়ে রাস্তায় ফুটপাতে অবস্থান করেছে অসংখ্য রোগী। টানা কয়েকমাস মৃত্যুপুরীর অপর নাম ছিল দিল্লি। সেখানেই গত চারদিন ধরে করোনায় কোনো মৃত্যু নেই। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
শহরের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, টানা চার দিন দিল্লিতে করোনায় কোনো মৃত্যু নেই। শহরে এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে ২৫ হাজার ৮২ জন।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৫ জন। এ নিয়ে শহরটিতে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৩৭ হাজার ৯২৯ জন। কোভিড-১৯ পজিটিভ রোগীর হার এখন শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ।
এর আগে গত শুক্রবার কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৩৫ জন, বৃহস্পতিবার ৩৯, বুধবার ৩৬ এবং মঙ্গলবার ২৮ জন। সুস্থতার হার বর্তমানে ৯৮.২৩ শতাংশ।
সময় জার্নাল/এমআই