সময় জার্নাল প্রতিবেদক :
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জনসাধারণকে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার এ বিষয়ে অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র চাকরি প্রদানের নাম করে মানুষকে নানাভাবে প্রতারিত করে চলেছে। ছবিতে যে নিয়োগ পত্র দেখা যাচ্ছে তা সম্পূর্ণরূপে ভূয়া। এর সাথে স্বাস্থ্য অধিদপ্তর বা এর অধীনস্থ কোন প্রতিষ্ঠান বা প্রকল্পের কোন সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের যেকোন নিয়োগ প্রক্রিয়া যথাযথ সরকারি বিধি ছাড়া সম্পন্ন হয় না। তাছাড়া অধিদপ্তরের সকল নিয়োগের বিজ্ঞপ্তি, পরীক্ষার নোটিশ ও ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের নীড় পাতায় প্রকাশ করা হয় এবং যথাযথ কর্তৃপক্ষের দ্বারা সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
কোন ব্যক্তি যদি কাউকে স্বাস্থ্য অধিদপ্তর বা এর কোন শাখা, প্রকল্প বা প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে তবে নিশ্চিতভাবে তা প্রতারণা। কোন ভাবেই প্রতারণার ফাঁদে পা না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেইসাথে এধরনের বিষয় পরিলক্ষিত হলে প্রশাসন, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।
সময় জার্নাল/ইএইচ