সময় জার্নাল প্রতিবেদক :
আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজন করতে যাচ্ছে 'THANK YOU PM' ক্যাম্পেইন। আয়োজনটি বাংলাদেশের সাধারণ মানুষদের নিয়ে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর অংশ হিসেবে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে জনসাধারণের কাছে শুভেচ্ছা বার্তা (ভিডিও) আহবান করা হয়েছে।
শুভেচ্ছা বার্তার বিষয়বস্তুঃ
গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাক্সিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ণ প্রকল্পসহ এলাকার জীবনমান উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়ে ভিডিও চিত্র ধারণ করে পাঠাতে বলা হয়েছে।
ভিডিও পাঠানোর ঠিকানাঃ opinion@albd.org
ভিডিও পাঠানোর নিয়মঃ
- ভিডিওর শুরুতেই নিজের নাম, জেলা বা প্রতিষ্ঠানের নাম বলতে হবে
- কোন প্রকারের এডিট ছাড়া মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করা হচ্ছে
- প্রত্যেকে এক বা একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন
- Google Drive/One Drive এর লিংক 'Shareable' বা 'Open' বা 'Anyone Can Get Access' এই অপশনগুলো Enable করে পাঠাতে হবে
- এবং অবশ্যই 'ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা' বলে ভিডিওটি শেষ করবেন
ভিডিও পাঠানোর শেষ তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২১।
সময় জার্নাল/ইএইচ