নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার শেষ কর্মদিবসে দেওয়া ১৩৮ জনের নিয়োগ স্থগিত করেছেন আদালত।
সোমবার (৬ সেপ্টেম্বর ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন একটি হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ই মে ২০২১ এর সকল নিয়োগ স্থগিত করেছে হাইকোর্ট। ২০১৭ এর শিক্ষক নিয়োগ নীতিমালাও স্থগিত করেছে। সাথে দুদককে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ১৪ই নভেম্বর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সময় জার্নাল/এমআই