বুধবার, সেপ্টেম্বর ৮, ২০২১
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থী আল আমিন লেবুর অকাল মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের ফুফাত ভাই মাহমুদুল হাসান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল।
নিহতের ফুফাত ভাই মাহমুদুল হাসান বলেন, গত ৪দিন ধরে আল আমিন লেবু অসুস্থ ছিল। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে তার জ্বর বেড়ে গেলে রুমমেটরা তাকে মিরপুর-১০ এ ডা. আজমল হসপিটাল নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, গ্রামের বাড়িতেই তার লাশ নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন সম্পন্ন হবে।
আল আমিন লেবু বাংলা বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটারা ইউনিনে। তার অকাল মৃত্যুতে শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে বুধবার আল আমিন লেবু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ টাইমলাইনে নিজের অসুস্থতার কথা জানিয়ে এক স্ট্যাটাসে তার ১০৪ ডিগ্রি জ্বর, ঠান্ডা ও কাশির কথা উল্লেখ করেন।
সময় জার্নাল/আরইউ