স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। শুক্রবার সকালে বুয়েন্স এইরেসের অ্যান্তোনিও ভেসপুচি লিবার্টি স্টেডিয়ামে লিওনেল স্কালোনির দল ৩-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে। ম্যাচের ১৪, ৬৪ ও ৮৮ মিনিটে গোল করেন লিওনেল মেসি।
এর মধ্য দিয়ে ব্রাজিলের কিংবদন্তি পেলের আন্তর্জাতিক গোলের রেকর্ড ভেঙে দেন মেসি। এখন জাতীয় দলের হয়ে তার মোট গোল ৭৯। পেলের ৭৭।
তাছাড়া এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে আর্জেন্টিনা। ৭ ম্যাচের ৪টি জয় ও ৩টি ড্রয়ে ১৫ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে।
সময় জার্নাল/আরইউ