সময় জার্নাল প্রতিবেদক : রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের দশম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ট্রাস্টিজের চেয়ারম্যান হাসানুল হক ইনুর সভাপতিত্বে কুষ্টিয়া সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের প্যানেল প্রস্তাব পাশসহ একাডেমিক, প্রশাসনিক ও স্থায়ী ক্যাম্পাসের জন্য ক্রয়কৃত জমির উপর অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শাহজাহান আলী চার বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা করেন, বিওটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম, বিওটির সদস্য ডক্টর হালিমা খাতুন, ফজলে রব্বানী, শেখ মোস্তাফিজুর রহমান, শামসুর রহমান বাবু এবং প্রফেসর ড. আবু সাঈদ মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, মো. মনিরুজ্জামান ও জুলফিকার আলী।
সময় জার্নাল/আরইউ