আন্তর্জাতিক ডেস্ক।সময় জার্নাল : আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী নতুন সরকার শপথের জন্য টুইন টাওয়ারে হামলার দিনটিকেই বেছে নিল। আগামীকাল শনিবার শপথ নিচ্ছে হাসান আখুন্দের নেতৃত্বাধীন তালেবান সরকার।
তালেবানের শীর্ষ এক নেতা জানিয়েছেন, নতুন সরকারের শপথগ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর শনিবার দিন ধার্য করা হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে রাশিয়া, চীন, ইরান, কাতার, তুরস্ক ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে বিমান হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় টাওয়ারটি ধ্বংশস্তুপে পরিণত হওয়া ছাড়াও কয়েক হাজার নিরীহ মানুষ প্রাণ হারান।
এ ঘটনার জন্য তৎকালীন মার্কিন সরকার জঙ্গিগোষ্ঠী আল কায়েদাকে দায়ী করে তাদের নেতা ওসামা বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য মোল্লা ওমরের নেতৃত্বাধীন তালেবান সরকারের প্রতি আহ্বান জানায়। কিন্তু তৎকালীন তালেবান সরকার যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করায় ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে হামলা চালিয়ে কয়েক দিনের মধ্যে দেশটি দখল করে নেয়।
দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের বাহিনী সরিয়ে নিতে বাধ্য হয়। এরপরই গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
তালেবানের মুখপাত্র বলেছেন, তাদের সরকার ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী।
সময় জার্নাল/আরইউ