স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা শেষ তারিখ ছিল গতকাল শুক্রবার। শেষ সময়ে এসেই দল ঘোষণা করেছে ক্রিকেট নেদারল্যান্ডস। সেই দলে চমক আছে দুটো।
প্রথমজন রায়ান টেন ডোশে’, সহযোগী দেশগুলোর ক্রিকেট আঙিনায় সর্বকালের অন্যতম সেরা মানা হয় যাকে। সহযোগী দেশগুলোর বর্ষসেরা ক্রিকেটারের খেতাবটা যে সর্বোচ্চ পাঁচবার জিতেছেন তিনি। তবু দলে তার অন্তর্ভুক্তি খানিকটা চমকে দেওয়ার মতোই ব্যাপার। সবশেষ টি-টোয়েন্টিটা যে খেলেছিলেন ২০১৯ সালে! তবু অভিজ্ঞতার মূল্য দিয়ে তাকে দলে রেখেছে ডাচরা।
৩৬ বছর বয়সী রোয়েলফ ফন ডার মারউইর অন্তর্ভুক্তিও তেমন কিছুই। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই খেলোয়াড়কেও দলে অভিজ্ঞতার জন্যই রেখেছে ডাচরা।
তবে এই দুজনের মতো ভাগ্য সুপ্রসন্ন হয়নি মাইকেল রিপ্পন, টম কুপার, ভিভিয়ান কিংমাদের। এই দলে ফিরেছেন ২০১৪ বিশ্বকাপে সিলেট স্টেডিয়ামে আগুনে এক সেঞ্চুরি করে ডাচদের অবিশ্বাস্য জয় এনে দেওয়া স্টিফেন মাইবার্গ। সঙ্গে ফিরেছেন টিম ভ্যান ডার গাগটেন, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিকরাও।
এছাড়াও টবিয়াস ভিসে ও শেন স্ন্যাটার দলের সঙ্গে যাচ্ছেন ট্রাভেলিং রিজার্ভ হিসাবে। এই দলকে নেতৃত্ব দেবেন পিটার সিলার, সহকারী হিসেবে পাচ্ছেন কলিন অ্যাকারম্যানকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডস স্কোয়াডঃ
পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান (সহ অধিনায়ক), ফিলিপ্পে বইসেভাইন, বাস ডে লিড, পল ফন মেকারেন, বেন কুপার, ম্যাক্স ও’ডাউড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডোশে’, টিম ফন ডার গাগটেন, রিলফ ফন ডার মারউই, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, স্টিফান মাইবার্গ।
রিজার্ভ- টবিয়াস ভিসে, শেন স্ন্যাটার।
সময় জার্নাল/এমআই