এহসান রানা, ফরিদপুর: ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি। গত ৯ সেপ্টেম্বর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে তারা জানিয়েছেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটিকে বারংবার তাগাদা দেওয়া সত্বেও দুই যুগেরও বেশী সময়ে মধ্যে একটি সম্মেলন করতে পারেনি। তাই সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুর জেলা মহিলা লীগের আহবায়ক কমিটি বিলুপ্তি করা হলো।
কেন্দ্রীয় কমিটি নেতারা প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিএনপি, জামাত, রাজাকার ও স্বাধীনতা বিরোধী শক্তির পরিবার ব্যতিত যে সকল মহিলারা জেলা মহিলা আওয়ামীলীগ করতে ইচ্ছুক তাদের জীবনবৃন্তান্ত কেন্দ্রে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে সৈয়দ নাজনীন হায়দারকে আহবায়ক ও আইভি মাসুদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি আহবায়ক সৈয়দ নাজনীন হায়দার মৃত্যুবরণ করেছেন এবং সদস্য সচিব আইভি মাসুদকে মুঠোফোনে পাওয়া যায়নি।
সময় জার্নাল/এমআই