ইসাহাক আলী, নাটোর: করোনা অতিমারিতে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রথম দিনে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে নাটোরে।
সকালে নাটোরের সব চেয়ে প্রাচীন উচ্চ বিদ্যালয় দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ ও প্রধান শিক্ষক আলিম উদ্দিন। এছাড়া শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসক শামিম আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন শিক্ষার্থীদের বরণ করেন।
এদিকে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক উপস্থিতি ছিল শিক্ষার্থীদের। সহপাঠীদের মাথে মিশতে পেরে বাঁধভাঙ্গা উচ্ছাসে মেতে উঠেন ছাত্রছাত্রীরা।
এদিকে স্বাস্থ্যবিধি মানতে প্রতিষ্ঠানুগলোর প্রবেশদ্বারে সাবান ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। আছে স্যানিটাইজারও । এছাড়া তাপমাত্রা মেপে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রবেশ করতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে। এছাড়া মাস্ক পড়তে শিক্ষার্থীদের সচেতন ও নজরদারি করছে কর্তৃপক্ষ ও শিক্ষকরা।
সময় জার্নাল/এমআই