নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি: করোনা মহামারির কারণে প্রায় ১৮ মাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং শেখ রাসেল মডেল স্কুলে সশরীরে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ বন্ধের পর আজ প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে স্কুলগুলো।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম স্কুল দুটি পরিদর্শন করেন এবং সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনের পর তারা বিশেষভাবে সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। স্বাস্থ্যবিধি অনুসরণের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুকি এড়ানো যাবে বলে তাঁরা উল্লেখ করেন।
এসময় সেখানে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতিসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এমআই