সময় জার্নাল রিপোর্ট : করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (১৪ মার্চ) সকালে রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালে সংস্থার মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ নির্দেশনার কথা জানান।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানলে আগামীতে বিপদের মুখে পড়বে দেশ। এমন সতর্ক বার্তা দিয়ে তিনি মনে করিয়ে দেন, স্প্যানিশ ফ্লুর দ্বিতীয় ঢেউয়েই বেশি মানুষ মারা যায়। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করতে এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
ইউকে ও আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের কারণে দেশে সংক্রমন বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জিমন সিকোয়েন্সের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খুরশীদ আলম জানান, শিগগিরই আসছে কেনা টিকার পরবর্তী চালান। তবে, টিকা নেয়া মানে স্বাস্থবিধি না মানা নয়। কারণ, প্রথম ডোজ নেয়ার পর প্রতিরোধ ক্ষমতা সেভাবে তৈরি হয় না। আবার দ্বিতীয় ডোজ নেয়ার পরও প্রতিরোধ ক্ষমতা কতদিন থাকবে তাও কেউ জানেন না। তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।
সময় জার্নাল/আরইউ