সময় জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ তাঁত বোর্ডে (বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হিসাবে বদলির আদেশাধীন) সদস্য (অতিরিক্ত সচিব) মোঃ রেজাউল করিমকে তাঁত বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
সময় জার্নাল/এমআই