মুরাদ ইমাম কবির। হিলি প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য হিরোইনসহ তারাজুল ইসলাম মন্ডল নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কশিগাড়ী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক তারাজুল ইসলাম মন্ডল (২৬) উপজেলার কশিগাড়ী সোনারপাড়া গ্রামের দিলজার আলী মন্ডলের ছেলে। সে দীর্ঘ দিন ধরে মাদক কেনা-বেচা করে আসছিলো বলে জানায় পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার কশিগাড়ী সোনারপাড়া গ্রামের তাজুল ইসলামের বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে। গোপন সুত্রে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি দল তাৎক্ষনিক ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্য হিরোইনসহ তাজুল ইসলামকে আটক করা হয়।
আটককৃত তাজুল ইসলামকে আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সময় জার্নাল।আরইউ