স্পোর্টস ডেস্ক। তারকা পেসার মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে সস্ত্রীক দেশ ছাড়লেন। সোমবার ভিসা জটিলতা কেটে যাওয়ায় এদিন মধ্যরাতে ঢাকা ত্যাগ করেন।
রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি।
যাওয়ার সময় নিজের ফেসবুকে সবার কাছে দোয়া কামনা করেন মোস্তাফিজ। লিখেছেন—আমি যাচ্ছি আইপিএলের দ্বিতীয় অংশে যোগ দিতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো পারফর্ম করতে পারি। আশা করি, আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে পারবো।
এবার আইপিএলে গিয়ে পুরোনো ছন্দ খুঁজে পান মোস্তাফিজুর রহমান। নতুন দল রাজস্থানের হয়ে সাত ম্যাচে উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বল হাতে দারুণ ছিলেন কার্টার মাস্টার।
সময় জার্নাল/আরইউ