শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ বড়খাতা কলেজ শাখার পক্ষ থেকে আজ ১৪ সেপ্টেম্বর সকালে বড়খাতা ডিগ্রী কলেজের সকল শিক্ষার্থীকে ১০০% মাস্ক নিশ্চিত করণে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি, সম্পাদক সহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
দীর্ঘ দিন পর শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এলে শিক্ষার্থীদের মধ্যে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য যে গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী সনাক্তের ১০ দিন পর ১৭ মার্চ বন্ধ করা হয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।এর পরে ২৩ দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। দীর্ঘ দেড় বছর পর গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। বদ্ধ ঘরে থেকে দমবন্ধ হয়ে পড়া শিক্ষার্থীরা ফিরেছে প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠানে।
সময় জার্নাল/এমআই