সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক : ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’ এই সত্যকে অবলম্বন করেই গত ১৩ মার্চ হয়ে গেল লালনের ২য় আখড়া, চরচড়িয়া, শৈলকুপার সন্নিকটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজ প্রাঙ্গণে লালন স্মরণ উৎসব ২০২১ ।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ইউএনও মহোদয় কানিজ ফাতেমা লিজা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জননেতা মোঃ আব্দুল হাই, এমপি মুঠোফোনে বক্তব্য রাখেন। নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোছাঃ শেফালী বেগম, শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ মতিয়ার রহমান বিশ্বাস, যুগ্ম আহবায়ক সরোয়ার জাহান বাদশা, শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সদস্য শামিম হোসেন মোল্যা, ২নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বকর, থানা ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস সহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন লালন পরিষদের সভাপতি আফরোজা নাসরিন লিপি। অনুষ্ঠানের সঞ্চালন করেন ফিরোজ আহমেদ।
আলোচক হিসেবে অধ্যক্ষ শেখ কবিরুল ইসলাম, সুমন শিকদার, চিত্রশিল্পী মোঃ তরিকত ইসলাম আলোচনা করেন। কবি ও গবেষক বঙ্গ রাখালের সম্পাদনায় আখড়াবাড়ি সহযোগিতায় 'সাঁইজি’ লালন পরিষদের প্রথম পত্রিকার মোড়ক উন্মোচিত হয়।
সময় জার্নাল/ইম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল