বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক।সময় জার্নাল : পিএসজি উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বের প্রথম ম্যাচেই জয়বঞ্চিত হয়েছে। তাদের ১-১ গোলে রুখে দিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুগে। তাতে চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে লিওনেল মেসির অভিষেকটাও রাঙানো হলো না। উল্টো দেখেছেন হলুদ কার্ড।
মেসি-নেইমার-এমবাপে নিয়ে খেলতে নামা পিএসজি বুর্গের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায়। এ সময় কালিয়ান এমবাপে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন আন্দ্রে হেরেরাকে। হেরেরা বাম পায়ের শটে বল জালে জড়ান।
তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি ব্রুগে। ম্যাচের ২৭ মিনিটেই সমতা ফেরায় তারা। এ সময় বামদিক থেকে বক্সের মধ্যে ইডুয়ার্ড সবোল কাটব্যাকে বল বাড়িয়ে দেন। দেরিতে বক্সে ঢোকা হান্স ভেনাকেন পেয়ে যান সেটা। তিনি পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের আয়ত্বের বাইরে দিয়ে জালে জড়ান।
পিএসজির একাদশ
অবশ্য ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির নেওয়া শট ক্রসবারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। এই গোলটি হলে তিনি তো অভিষেক ম্যাচেই নায়ক বনে যেতে পারতেন। কিন্তু হয়নি তেমনটি। ৩৩ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল পেয়েই যাচ্ছিলো ব্রুগে। কিন্তু পিএসজি গোলরক্ষক নাভাস বামদিকে ঝাপিয়ে পড়ে রক্ষা করেন সেটি। অবশ্য এই ম্যাচে এমন আরো বেশ কয়েকটি সেভ করে পিএসজি রক্ষা করেন তিনি।
প্রথমার্ধে গোল শোধ করা ব্রুগে দ্বিতীয়ার্ধে আরো উজ্জীবিত ফুটবল খেলে। অন্যদিকে মেসি দ্বিতীয়ার্ধে হলুদ কার্ড দেখেছেন। এ সময়ে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন এমবাপে। শেষ পর্যন্ত ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় মেসি-নেইমারদের।
সময় জার্নাল/আরইউ