সময় জার্নাল প্রতিবেদক: দুই অধিদপ্তরে বদলিপূর্বক প্রেষণে তিন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত কে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের (সংস্কৃতি মন্ত্রণালয়) মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (সুরক্ষা সেবা বিভাগ) মহাপরিচালক হিসেবে একই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: আব্দুস সবুর মণ্ডলকে নিয়োগ দেয়া হয়েছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে ওই অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো: আজিজুল ইসলাম কে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সময় জার্নাল/এমআই