আজ মাধবীর জন্মদিন
আজ মাধবীর জন্মদিন
আজ মাধবীর একুশ হল
আজ মাধবীর হৃদয় খোলা
নাচবে সে কুয়োতলা
আজ মাধবীর জন্মদিন
আজকে একটু বৃষ্টি হোক
সড়ক জুড়ে আজ ফুটুক
বিজলি জ্বলা রাঙা অশোক
আজ মাধবীর জন্মদিন
মাধবীর টিপ লাল টুকটুক
আজ আকাশে জ্যোৎস্নাপ্লাবন
ফুলের মতো তারা ফুটুক
আজ মাধবীর জন্মদিন
আজ মাধুবীর মন উচাটন
আজকে দেব লাল গোলাপ
আজকে শুধু ফোনালাপ
আজ মাধবীর জন্মদিন
কে আর হবে হৃদয়হীন!
পৃথিবীর সিগন্যাল
মহাকাল তোমার কাছে
আমার কাছে
রেখে যায় জিজ্ঞাসা এবং প্রশ্নগুলো
তুমি-আমি কি
সিগারেট-ছাই?
না কার্পাস ফাটা সামান্য ছিন্ন তুলো!
না তুমি-আমি
সামান্য ধুলোকণা?
নাকি সবার মতো- আমরাও আনাড়ি!
বয়স জীর্ণ হবে
খসে পড়বে শরীর-পলেস্তারা
যদিও এখানে আমাদের পোঁতা নাড়ি
আমরা পিছন ফেলে
প্ল্যাটফর্ম
ছুটে যাব দূরপাল্লার ট্রেনে কোনখানে
মনে হয় এই ট্রেন
পৃথিবীর সিগন্যাল পেরিয়ে যাবে
থামবে না আর কোনদিন- স্বর্গ এখানে।
নদী এক দুখি নারী
মৃত নদীর ভিতর থেকে উঠে এসে
এক নারী
বলে গেল নিজের যন্ত্রণার কথা
কেমন করে একটি নদী
লোকালয়ের প্রেম থেকে
একা হয়ে যায়
তার দুঃখ শুধু নিঃসঙ্গতা
শীর্ণ হতে হতে সে এখন
দূর থেকে দেখা
একটি সরু বক্ররেখা কেবল
অথচ একদা যৌবন ছিল তার
তরঙ্গিত ছিল ঢেউ
স্রোতবতী ছিল তার জল
মৃত নদীর ভিতর থেকে উঠে এসে
এক দুখি নারী
সম্প্রচার করে গেল
মৃত্যু সংবাদ নিজেরই।
জীবন আর মৃত্যু কতটা বিপরীত
অস্তগামী সূর্যের তাপ
আমরা শুষে নিয়ে
পার হতে চাই শীতরাত্রি অন্ধকার
দিনের ছায়া পড়ে থাকে
ঘাসে শুকনো পাতায়
কে আর মনে রাখে স্মৃতি বেদনার?
পাখিরা ফেরে না পুরনো বাসায়
যদিও একদা
বাসা বুনেছিল ভালবাসা দিয়ে
স্বপ্নের বাসা আর
সখের সংসার
বৈশাখের নির্মম হাওয়া যায় নিয়ে
এখানে নামে সন্ধ্যা হিমরাত্রি গাঢ় শীত
আমরা বুঝিনি
এখনো জীবন আর মৃত্যু
কতটা বিপরীত!
সরওয়ার মুর্শেদ
বাড়ি : গীতবিতান, কুষ্টিয়া।
সময় জার্নাল/ইম