মুরাদ ইমাম কবির। হিলি প্রতিনিধি : চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা এখন থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপ্তাহের সাতদিনই দেশে ফিরতে ফিরবেন। এসময় পুর্বের মতো বাংলাদেশ হাইকমিশন থেকে কোন অনাপত্তি পত্রের প্রয়োজন হবে না। এতোদিন হাইকমিশনের অনাপত্তি নিয়ে সপ্তাহের তিন দিন পাসপোর্ট যাত্রীরা এই বন্দর দিয়ে দেশে ফিরতে পারতেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানিয়েছেন, ‘ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে উর্ধতন কর্তপক্ষের নির্দেশনা মোতাবেক এই নিয়ম কার্যকর করা হয়েছে। এতোদিন সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফেরা গেলেও এখন থেকে ভারতে অবস্থান রত পাসপোর্ট যাত্রীরা সপ্তাহের সাতদিনই এই পথ দিয়ে দেশে ফিরতে পারবেন।’
তিনি আরও জানান, ‘এতোদিন হিলি ইমিগ্রেসন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের দেশে ফিরতে হলে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে যে অনাপত্তি পত্র লাগতো এখন সেই অনাপত্তি পত্র ছাড়াই দেশে ফেরা যাবে। তবে দেশে ফেরা সকল পাসপোর্ট যাত্রীকে অবশ্যই ৭২ঘন্টার মধ্যে আরটিপিসিআর টেস্টে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামুলক থাকতে হবে।’
সময় জার্নাল/আরইউ