বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বাগেরহাটে নৌকার টিকিট পেলেন যারা, মাঠে থাকছেন বিদ্রোহীরা

রোববার, মার্চ ১৪, ২০২১
বাগেরহাটে নৌকার টিকিট পেলেন যারা, মাঠে থাকছেন বিদ্রোহীরা

এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাট জেলা প্রথম ধাপে ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছেন মনোনয়ন বোর্ড।  বিদ্রোহীরাও থাকছেন মাঠে।

সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে বাগেরহাট জেলার ৯টি উপজেলায় মনোনয়ন পেলেন যারা সদর উপজেলা কাড়াপাড়া ইউনিয়ন মহিতুর রহমান, বেমরা মনোয়ার হোসেন, বিষনুপুর এমডি মাসুদ রানা, বারইপাড়া হায়দার আলী, খানপুর ফকির ফহম উদ্দিন, রাখালগাছি শেখ শামিম, ডেমা মনির মল্লিক।

মোড়েলগঞ্জ উপজেলার ১নং তেলিগাতি ইউনিয়নের মোর্শেদা আক্তার, ২নং পঞ্চকরণ ইউনয়নের আব্দুর রাজ্জাক মজুমদার, ৩নং পুটিখালী ইউনিয়নে মো. আব্দুল রাজ্জাক শেখ, ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়নে মো. সামছুর রহমান মল্লিক, ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের আব্দুল আলীম, ৬নং চিংড়াখালী আলী আক্কাস বুলু, ৭নং হোগলাপাশা ইউনিয়নে মনিশংকর হালদার, ৮নং বনগ্রাম ইউনিয়নের রিপন চন্দ্র দাস, ৯নং বলইবুনিয়া ইউনিয়নের মো. শাহজাহান আলী খান, ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের মো. আকরামুজ্জামান, ১১নং বহরবুনিয়া ইউনিয়নের রিপন হোসেন তালুকদার, ১২নং জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নে মো. সাইফুল ইসলাম, ১৪নং বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল, ১৫নং সদর মোড়েলগঞ্জ ইউনিয়নের মো. হুমায়ুন কবির মোল্লা ও ১৬নং খাউলিয়া ইউনিয়নের মাষ্টার আবুল খায়ের।

শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন মইনুল হোসেন, খোন্তাকাটা জাকির হোসেন খান, রায়েন্দা আজমল হোসেন মুক্তা, সাউখালী মোজাম্মেল হোসেন।

কচুয়া উপজেলার গলালিয়া ইউনিয়ন নাসির উদ্দিন, ধোপাখালী মকবুল হোসেন, মাঘিয়া পংকজ কান্তি, কচুয়া হাদিউজ্জামান, গোপালপুর আবু বকরম রারিপাড়া নাজমা আক্তার, বাধাল নকিব ওহিদ।

রামপাল উপজেলা পৌরাম্ভা ইউনিয়ন রাজীব সরদার, উজলকুড় মুন্সী বোরহান, বরইতলা আবুল্লাহ ফকির, রামপাল নাসির উদ্দিন, রাজনগর সরদার আ. এান্না, হুরকা তপন কুমার, পেড়িখালী রফিকুল ইসলাম. ভোজপাতিয়া মাহফুজুল, মল্লিকের বেড সাব্বির তালুকদার, বাসতলা ভিপি সোহেল।

মোংলা উপজেলার চাদপাই ইউনিয়নে তরিকুল ইসলাম, বুড়িডাঙ্গা উজয় মংকর, সোনাখতলা নাজমা বেগম, মিঠাখারী উৎপল কুমার, সুন্দরবন ইকরাম উজারাদার, চিলা গাজী আকবর।

 ফকিরহাট উপজেলা বেতাগা ইউনিয়ন ইউনুছ আলী শেখ, লখপুর সেরিশ রেজা, পিংজং মোডল জাহিদুজ্জামান, ফকিরহাট শিরিন আক্তার, বাহিরদিয়া মানসা রেজাউল করিম, নলধামৌভাগ সরদার আমিনুর, শুভদিয়া ফারুকুল ইসলাম।

মোল্লারহাট উপজেলা উজুরপুর এসকে হায়দার মামুন, চুনখালী মেনাররঞ্জন পাল, কুলিয়া মিজানুর মোল্লা, গাওলা শেখ রেজাউল করিম, কাদলা রফিকুল ইসলা, আইজুড়ি মরিুজ্জামান মিয়া।

চিতলমারি উপজেলা বড়বাড়ীয়া মাসুদ সরদার, কলাতলা বাদশা মিয়া, হিজলা কাজী আবু শাহিন, শ্রিপুর ওহিজ্জামান, চিতলমারী নিজাম উদ্দিন শেখ, চরবানিয়াী আর্চনা বড়াল, সঞ্জয়পুর বিউটি আক্তার। এরা চুড়ান্তভাবে দলীয় মনোনীত হয়েছে।

এ সর্ম্পকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, যারা দলীয় মনোনয়ন পাননি। তাদেরকে দল বিভিন্নভাবে মূল্যায়ন কববে।

  চুড়ান্ত দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থীরা প্রতিক্রিয়া বলেন, দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে সাধারণ জনগন উন্নয়নের ধারাকে বজায় রাখতে ইউপি নির্বাচনে পুনরায় নৌকা প্রতিকে ভোট দিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থীরা।


সময় জার্নাল/ইম


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল