সময় জার্নাল রিপোর্ট :
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর সেবার পরিধি আরো সম্প্রসারণের লক্ষ্যে রোববার (১৪ মার্চ} রাজধানীর মোহাম্মদপুরে ব্যাংকের ৩য় উপশাখা ‘ঢাকা উদ্যান উপশাখা চালু করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ রাজীব পারভেজ। সভাপতিত্ব করেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক এএসএম রওশানুল হক, খান ইকবাল হাসান, আবু মোঃ মোফাজ্জেল, উপ-মহাব্যবস্থাপক ও শ্যামলী শাখা প্রধান নূরুর রহমান চৌধুরী, ব্রান্ডিং এন্ড কর্পোরেট কম্যুনিকেশন বিভাগ প্রধান নিয়াজ মোসাব্বির শাহ্, সাধারণ সেবা বিভাগ প্রধান শাকির মাহমুদ শরফুদ্দীন, মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ প্রধান মোঃ মিজানুর রহমান ও ঢাকা উদ্যান উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুদ্দীন সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ি, গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ