সময় জার্নাল ডেস্ক :
বাসের মধ্যেই প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করে ইতিহাস তৈরি করলো চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সোমবার দিবাগত রাত ২.২৫ মিনিট ২১/০৯/২১।ঢাকা থেকে কক্সবাজারগামী একটি রিলাক্স পরিবহনের বাস পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে। বাসের যাত্রীরা আমাদের জরুরি বিভাগে এসে জানায়, বাসে একজন প্রসূতি মা আছেন যার প্রসব-বেদনা শুরু হয়েছে। আমরা যাতে গিয়ে উনাকে দেখি। সাথে সাথে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিনকে সাথে নিয়ে রোগীকে দেখতে গেলে দেখা যায়, উনার ডেলিভারি হবার পথে। তারপর মিডওয়াইফের সহায়তায় প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করা হয় বাসের মধ্যেই কোন ঝামেলাহীন ভাবেই। পরে বাচ্চা এবং মাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রসব পরবর্তী চিকিৎসা প্রদান করা হয়। আমাদের সাথে আরো সহায়তা করেন উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অজয় কুমার শীল, ওয়ার্ডবয় হাসান ও রিন্টু নাথ।
পরে জানা যায়, রোগীনি তার স্বামীসহ নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে চকরিয়া বাপেরবাড়ি যাচ্ছিলেন। ইতোমধ্যে প্রসববেদনা উঠলে বাসের অন্য যাত্রীদের সহায়তায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছায়।
সময় জার্নাল/ইএইচ