বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক :
প্রথমবারের মতো জাতিসংঘে দেয়া ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে মত দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
ওই সংবাদে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন বাইডেন।
এ সময় তিনি বলেন, আমি বিশ্বাস করি, ইসরায়েলে শান্তি ফেরানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার প্রয়োজন আছে। দুটি আলাদা দেশ তৈরিই এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে। এতে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎও সুরক্ষিত হবে।
এছাড়াও বাইডেন ভাষণে পরমাণু সমঝোতা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সময় জার্নাল/ইএইচ