নিজস্ব প্রতিবেদক। সময় জার্নাল :
চিকিৎসাবিদদের পথিকৃৎ, উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক অধ্যাপক ডা. জোহরা বেগম কাজীর স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত ‘সেবাই পরম ধর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন, অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক মহাসচিব ডা. সারোয়ার আলী।
স্বাগত বক্তব্য দেন, অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের সাধরণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক।
আলোচনা সভায় বক্তারা চিকিৎসা শিক্ষা ও সেবায় অসামান্য অবদান রাখা অধ্যাপক ডা. জোহরা বেগম কাজীর বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করেন।
সময় জার্নাল/আরইউ