সর্বশেষ সংবাদ
মোঃ আশ্রাফুল আলম ভূঁইয়া :
কথা বলা একটা শিল্প। নিজেকে গড়ে তুলুন কথাশিল্পী হিসাবে৷ এটাই আপনার সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আমার অভিজ্ঞতা থেকে বলছি।
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কোনটি জানেন?? 'অন্যের পকেট থেকে অর্থ আদায় করা' এই কঠিন কাজটি কারা করে খেয়াল করবেন। 'বীমাকর্মীরা'। লক্ষ্য করবেন, ইন্স্যুরেন্স সেক্টরের লক্ষ লক্ষ বীমাকর্মী শুধুমাত্র 'কথা' দিয়েই মানুষকে কনভিন্স করে পলিসি করাতে উদ্ধুদ্ধ করে। এটাও একটা শিক্ষণীয় বিষয়। ইন্স্যুরেন্স বিষয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা থাকলেও প্রতিবছর বীমা কোম্পানিগুলো লক্ষ লক্ষ পলিসি করাচ্ছে শুধু 'কথা' দিয়েই।
একটা প্রাচীণ প্রবাদ আছে,
"কথায় জাত, কথায় ভাত কথায় কাৎ, কথায় মাত"
আল্লাহ সুবাহানাহু তায়ালা আমাদের কান দিয়েছে দুটো আর মুখ দিয়েছে একটা অর্থাৎ শুনবো বেশি বলবো কম।
সর্বদা পরিস্থিতি বিশ্লেষণ করুন!! সেটাই বলুন যা যুক্তিসংগত এবং বাস্তবিক ।
একই মুখের কথায় মানুষ ফুল চন্দন পায় আবার একই মুখের কথায় মানুষ মারও খায়।
মানুষের কথা শিখতে লাগে তিন থেকে পাঁচ বছর।কিন্তু কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয় তা শিখতে লাগে সারাজীবন!!
সুন্দরভাবে কথা বলা মানেই আপনি ভালো বক্তা হবেন তা না, আমি এমন অনেক পটু কথক দেখেছি যারা স্টেইজ পারফরম্যান্স বা ডায়াসে কথা বলতে পারেনা। কিন্তু ঠিকই সুন্দর বাচনভঙ্গি আর মার্জিত ভাষা দিয়ে ব্যক্তিজীবনে সাফল্য লাভ করে।
তাই কথা বলে যান। সুন্দর এবং মার্জিত ভাষায়। যেটা জানেননা সে বিষয়ে বলার প্রয়োজন নেই, শুনুন মন দিয়ে নীরব হয়ে, বলুন কম। সর্বদা হাসিমুখে কথা বলার চেষ্টা করুন। যিনি হাসতে পারে না তিনিও প্রত্যাশা করে অন্যেরা তার সাথে হাসিমুখে কথা বলবে! এটাই বাস্তব।
কখনো নিজেকে বা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভুলেও কথা বলবেন না। এটা আপনার ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করবে।
নিজের দুঃখ কষ্ট মার্কেটিং করবেন না সবসময়। নিজের দুঃখ কষ্ট শেয়ার করার আগে এটা প্রশ্ন করুন উনি কি আপনার কষ্ট কমানোর জন্য দায়িত্ব নিবে বা নেওয়ার মত ঐ আন্তরিক সম্পর্কে কি আপনি আবদ্ধ? যদি নাহয় তাহলে বলার প্রয়োজন নেই।
কিছু বলার আগে নিজেকে তিনটি প্রশ্ন করুন!
কি বলবো? কেন বলবো? কিভাবে বলবো?
নিজেকে পরিবর্তন করতে চান? তবে, সর্বাগ্রে পরিবর্তন করুন। কথা বলা অনুশীলন করুন, আপনিও হয়ে উঠবেন অনন্য কথাশিল্পী।
কথা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে সবার মাঝে। সঠিক সময়ে, সঠিক কথাটি।
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল