নিজস্ব প্রতিবেদক, সময় জার্নাল: এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
চেয়ারম্যান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এনটিআরসিএ’র প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তবে নির্ভেজাল নিয়োগ দেয়ার লক্ষ্যে শূন্যপদের ভুল তথ্য সংশোধনের বিষয়ে প্রাধান্য দেয়া হচ্ছে। আমরা শূন্যপদের তথ্য সংগ্রহ করেছি। সেগুলোতে কিছু ভুল দেখা গেছে যা সংশোধন করা হচ্ছে। আমরা ভেরিফাই করে দেখবো কোনো ভুল আছে কিনা।
গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে তিনি বলেন, কবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার নির্দিষ্ট টাইম বলতে পারছি না। তবে আমরা তথ্য সংশোধন করছি। শূন্যপদের তথ্য পাওয়ার পরে তা যাচাই করে দেখা হবে। তথ্য যাচাইয়ের পরে আমরা একটি তারিখ জানাতে পারবো। শূন্যপদের সংশোধিত তথ্য পাওয়ার পরে আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবো।
এনটিআরসিএ’র সূত্রে জানা গেছে, এ মুহুর্তে ৫৬ হাজারের বেশি শূন্যপদের তথ্য কর্তৃপক্ষের হাতে আছে। তবে যাচাই বাছাই ও সংশোধনে সংখ্যা কিছুটা কমবে বলেও ধারণা কর্মকর্তাদের।
সময় জার্নাল/আরইউ